গাজীপুরের বাসন এলাকার সকল বেসরকারী স্কুলের প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাজীপুর মহানগরীর অন্তর্গত জিএমপি‘র বাসন থানাধীন সকল বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা গত ০১ মার্চ ২০২১ রোজ সোমবার সকাল ১০ টায় নগরীর অগ্রণী কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ শাখার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জ্ঞান মোহন সরকারের সভাপতিত্বে শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তবে তারা বলেন,করোনা মহামারির কারনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বে সরকারি ও কিন্ডারগার্টেন স্কুলগুলো।এ ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সহযোগিতা কামনা করেন। দেরিতে হলেও স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়াতে তারা মাননীয় প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানান। এছাড়াও করোনাকালীন সময় মোবাইল কোর্টর নামে বিভিন্ন বিদ্যালয়ে অভিযান চালিয়ে শিক্ষক দের জেল জরিমানার করার তীব্র নিন্দা জানান।
শহীদুল্লাহ মিঠু,শহীদ মন্ডল ও এম সোহেল রানার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমপো এঞ্জেলস স্কুলের প্রধান শিক্ষক খোন্দকার সোলায়মান,শাইনিং পাথ স্কুলের আ: ছামাদ মাস্টার, সোনাবান হাই স্কুলের,তমিজুল ইসলাম,মাহবুব বিদ্যাপীঠের, হাজী মাসুদ। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মহসীন কবীর,আমিনুল ইসলাম,আলমগীর কবীর,হাবীব সিদ্দিকী কিরনদাস প্রমুখ।